ছবি কৃতজ্ঞতাঃ- গুগল চিত্র
পুরাণমতে, কৌশিকী অমাবস্যার শুভতিথিতে পরাক্রমশালী শুভ-নিশুম্ভ অসুর দুই ভাইকে বধ করার সময়েই দেবী পার্বতীর দেহের কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল। তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে। মা কৌশিকী (কখনও কখনও অম্বিকা, মহাসরস্বতী বা চণ্ডিকা নামেও পরিচিত)।এই কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন দেবী আদ্যাশক্তি। শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে যে পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর ভাই তাদের কঠিন সাধনা দ্বারা ব্রহ্মাকে তুষ্ট করে প্রজাপতি ব্রহ্মার কাছে এমন বর প্রার্থনা করেন যে তাঁদের মৃত্যু যেন কোনও পুরুষ দ্বারা হয় না, এমন নারীর দ্বারা তাঁদের মৃত্যু হয় যে কিনা মাতৃগর্ভ থেকে জন্ম নেননি অর্থাৎ কোন অ-যোনি সম্ভূত নারীই তাঁদের বধ করতে পারবেন। পুরাণে বর্ণিত আছে যে দক্ষ যজ্ঞের সময় মহাদেবের অপমান সহ্য করতে না পেরে সতী দক্ষ যজ্ঞ স্থলে দেহত্যাগ করেছিলেন,
এবং কালিকা রূপে জন্ম গ্রহন করেন সেই জন্মে তাঁর গায়ের রং ছিল কালো মেঘের মতো। তাই শিব তাঁকে কালিকা বলে ডাকতেন। একবার শিব যখন সকলের সামনেই তাঁকে কালিকাকে ডেকে ওঠেন, তখন দেবী অপমানিত বোধ করেন। এরপর মানস সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করেন। সেই তপস্যার শেষে দেবীর গায়ের রঙ হল পূর্ণিমার চাঁদের মতো। আর ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়, তিনিই হলেন দেবী কৌশিকী। সেই দেবী কৌশিকীই আজকের এই অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আর এদিনেই মা তারার তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তাই আজ তাঁরপীঠে বিশেষ পুজা হয়ে থাকে।
আজ আরেক ব্যাপারে বিশেষ দিন, এখন নারায়ণ যোগনিদ্রায় শায়িত, আর নারায়ণের শয়নকালে কুশ তোলা যায় না কিন্তু একমাত্র আজকের এই তিথিতেই পুজার জন্য কুশ তোলা যায়। দুর্গা পুজা আসন্ন তাই পুজার জন্যে প্রচুর কুশ চাই আর আজই সেই সুযোগ তাই আজকের দিনকে কুশোৎপাটিনী তিথিও বলা হয়।
সবাই ভালো থাকবেন, মা জগদম্বা সকলের মঙ্গল করুন।
No comments:
Post a Comment