Friday 20 May 2016

Buddha Purnima বুদ্ধ পূর্ণিমা



Some of the fundamentals of the teachings attributed to 

Gautama Buddha are:

The Four Noble Truths: that suffering is an ingrained part of existence; that the origin of suffering is craving for sensuality, acquisition of identity, and annihilation; that suffering can be ended; and that following the Noble Eight fold Path is the means to acc
omplish this;
The Noble Eight fold Path: right view, right intention, right speech, right action, right livelihood, right effort, right mindfulness, and right concentration;
Dependent origination: the mind creates suffering as a natural product of a complex process;
Rejection of the infallibility of accepted scripture: Teachings should not be accepted unless they are borne out by our experience and are praised by the wise. See the Kalama Sutta for details;
Anicca (Sanskrit: anitya): That all things that come to be have an end;
Dukkha (Sanskrit: duḥkha): That nothing which comes to be is ultimately satisfying;
Anattā (Sanskrit: anātman): That nothing in the realm of experience can really be said to be "I" or "mine";
Nibbāna (Sanskrit: Nirvāna): It is possible for sentient beings to realize a dimension of awareness which is totally unreconstructed and peaceful, and end all suffering due to the mind's interaction with the conditioned world.





বুদ্ধং শরণং গচ্ছামি - 
আমি বুদ্ধের শরণ নিলাম। বোধি লাভ জীবনের মূখ্য উদ্দেশ্য। বুদ্ধত্ব মানে পূর্ণ সত্য, পবিত্রতা, চরম আধাত্মিক জ্ঞান।
ধম্মং শরণং গচ্ছামি -

 আমি ধর্মের শরণ নিলাম। যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয়, আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হয় তাই ধর্ম।
সঙ্ঘং শরণং গচ্ছামি - 

আমি সঙ্ঘের শরণ নিলাম। যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যক্ ভাবে করা যায় তাই সঙ্ঘ।

बुद्धं शरणं गच्छामि।
धर्मं शरणं गच्छामि।
संघं शरणं गच्छामि।

Buddhaṃ śaraṇaṃ gacchāmi.
Dharmaṃ śaraṇaṃ gacchāmi.
Sanghaṃ śaraṇaṃ gacchāmi.

I take refuge in the Buddha.
I take refuge in the Dharma.
I take refuge in the Sangha.

Thursday 19 May 2016

১৯ শে মে...।কিছু কথা

আজ ১৯শে মে, অনেকের কাছে আজকের দিনটি অন্যান্য দিনের মতো সাধারণ দিন। কিন্তু তা ভাবলে বোধহয় নিজেকে অপরাধী সাজানো হবে, কিন্তু কি আজ?  ভাষা দিবস ভাবলে আমাদের কাছে ২১ শে ফেব্রুয়ারির দিনটি মনে হয়, কিন্তু আজকের দিনের ও যে অনেক গুরুত্ব!!! বিশেষ করে প্রতিটি বাঙ্গালীদের। এই তথ্য অনেকের কাছে অজানা। আজকের দিনের ইতিহাস হয়তো অনেকেই জানেন না। কারন এই দিনটির প্রচার তেমন হয়নি কোন ও ভাবে। আসুন জেনে যেই কি ঘটেছিল আজকের দিনে... শুরু করি প্রথম থেকে...
অক্টোবর ১৯৬০, আসাম বিধানসভায় আসামের সরকারি ভাষা হিসেবে অসমিয়া ভাষাকে স্বীকৃতি দিয়ে বিল পাস হয়। যার ফলে সবাইকে পড়তে হবে অসমিয়া ভাষায়। এই ঘোষণাকে সহজে মেনে নিতে পারেননি বরাকের অগুনিত বাঙালিরা।   শুরু হয় এর প্রতিবাদ, যার ফলে  ১৯৬১ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় ভাষা সংগ্রাম পরিষদ। শুরু হয় তীব্র আন্দোলন।   দাবী উঠে বাংলাকে  রাজ্যস্তরে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার। শুরু হয় বরাক সমস্ত  উপত্যকা জুড়ে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন। সেই আন্দোলন দ্রুতবেগে ছড়িয়ে পড়ে  সমস্ত করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড়ে।তারপর এল সেই মর্মান্তিক দিন। ১৯৬১ সালের ১৯ মে শুরু হলো বাংলা ভাষার দাবিতে সত্যাগ্রহ আন্দোলন। সেদিন আন্দোলনে শরিক হতে শিলচর স্টেশনে সমগ্র কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকেই দলে দলে অনেক নর-নারী এসে জমা হয়েছিলেন। দুপুরের প্রখর রোদের জ্বালা তুচ্ছ করে দলে দলে কিশোর-কিশোরী, তরুণতরুণীরা ও বয়স্ক নারী-পুরুষেরা রেল লাইনের ওপর অবস্থান করছিলেন, ক্ষুধায় তৃষ্ণায় অনেকেই তখন কাতর তবুও চলছিল অবস্থান ধর্মঘট। সবার মুখে মুখে তখন গুঞ্জরিত হয়েছিল বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে নানা স্লোগান। কথা ছিল বিকেল চারটার মধ্যে এই সত্যাগ্রহ আন্দোলন শেষ হওয়ার । কিন্তু অপ্রত্যাশিতভাবে বিকেল দুইটা পয়ত্রিশ মিনিটে বিনা সতর্কতা বাণী ছাড়া  আধাসামরিক বাহিনী অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে নিরীহ আন্দোলনকারীদের ওপর। সেখানেই শহীদ হন আন্দোলনে যোগ দিতে আসা অসংখ্য  আন্দোলনকারীদের মধ্যে  ১১ জন তরুণ-তরুণী আহত হন অর্ধশতাধিক। অবস্থার অবনতি দেখে রাজ্য সরকার শেষ পর্যন্ত পূর্ব সিদ্ধান্ত বাতিল করে  আসামে বাংলাকে দ্বিতীয় রাজ্যভাষা হিসাবে ঘোষনা করেন। সেই একাদশ শহীদরা ছিলেন কুমারী কমলা ভট্টাচার্য (ষোল বছরের তরুণী একমাত্র মহিলা শহীদ), সুকমল পুরকায়স্থ, কানাইলাল নিয়োগী, তরনী দেবনাথ, হিতেশ বিশ্বাস, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, বীরেন্দ্র সূত্রধর, সত্যেন্দ্র দেব, সুনীল সরকার ও কুমুদ রঞ্জন দাস।



আজকের এই দিনে আমি তাঁদের আত্মবলিদানের কথা মনে করে জানাই তাঁদের অমর আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম।



( চিত্র সৌজন্য ঃগুগল)




চিত্র আমার তৈরি

কৌশিকী অমাবস্যা

  ছবি  কৃতজ্ঞতাঃ- গুগল চিত্র পুরাণমতে, কৌশিকী অমাবস্যার শুভতিথিতে পরাক্রমশালী শুভ-নিশুম্ভ অসুর দুই ভাইকে বধ করার সময়েই দেবী পার্বতীর দেহের ...