আমাদের ব্রহ্মান্ডের ১৪টি ভুবন
১। সত্যলোক
২। তপোলোক
৩। জনলোক
৪। মহর্লোক
৫। স্বর্গলোক
৬। ভুবর্লোক
৭। ভূলোক(পৃথিবী)
৮। অতল
৯। বিতল
১০। সুতল
১১। তলাতল
১২। মহাতল
১৩। রসাতল
১৪। পাতাল
সূর্য থেকে চন্দ্রের দূরত্ব ১ লক্ষ যোজন বা ১২ লক্ষ কিলোমিটার ।চন্দ্র থেকে ১ লক্ষ যোজন বা ৮ লক্ষ মাইল ঊর্ধ্বে নক্ষত্রমন্ডল অবস্থিত ।নক্ষত্রমন্ডল থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে বুধ গ্রহ অবস্থিত ।বুধ গ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে শুক্রগ্রহ অবস্থিত ।শুক্রগ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে মঙ্গলগ্রহ অবস্থিত । মঙ্গলগ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে বৃহস্পতিগ্রহ অবস্থিত । বৃহস্পতিগ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে শনিগ্রহ অবস্থিত ।শনিগ্রহের ১২ লক্ষ কিলোমিটার উপরে সপ্তর্ষিমন্ডল অবস্থিত ।সপ্তর্ষিমন্ডলের ১২ লক্ষ কিলোমিটারের উপরে ধ্রুবলোক অবস্থিত । ভৃগুমুনিদের লোক মহর্লোক থেকে ধ্রুবলোকের দূরত্ব ১ কোটি যোজন অর্থাৎ ১২ কোটি কিলোমিটার ।মহর্লোক থেকে চতুষ্কুমারদের লোক জনলোকের দূরত্ব ১ কোটি যোজন অর্থাৎ ১২ কোটি কিলোমিটার।জনলোক থেকে বৈরাজ দেবগনের বাসস্থান তপলোকের দূরত্ব ৮ কোটি যোজন বা ৯৬ কোটি কিলোমিটার ঊর্ধ্বে ।তপলোক থেকে ৪ কোটি যোজন ঊর্ধ্বে অর্থাৎ ৪৮ কোটি কিলোমিটার দূরত্বে সত্যলোক (ব্রহ্মার স্থান) অবস্থিত ।সূর্যমন্ডলের ১০ হাজার অর্থাৎ ৮০ হাজার মাইল নিচে রাহুগ্রহ অবস্থিত । রাহুগ্রহের ১০ হাজার অর্থাৎ ৮০ হাজার মাইল নিচে ভুবর্লোক অবস্থিত ।ভুর্বলোকের ১০০ যোজন অর্থাৎ ১২০০ কিলোমিটার নিচে ভূলোক বা পৃথিবী । পৃথিবী নীচে রয়েছে সপ্ত পাতাল লোক । প্রতি ১০ হাজার যোজন অর্থাৎ ৮০ হাজার মাইল অন্তর অন্তর যথাক্রমে অতল(ময়দানবের পুত্র বলের অবস্থান),বিতল(হরগৌরীর অবস্থান),সুতল(বলি মহারাজ), তলাতল(ময়দানবের অবস্থান), মহাতল(দৈত্য ও দানবদের বাস), রসাতল(বহু ফণাযুক্ত জ্যোতির্ময় মণি সম্পন্ন সর্পদের বাসস্থান) ও পাতাল(বাসুকীরাজের অবস্থান) গ্রহলোক অবস্থিত । পৃথিবী থেকে পাতাল লোকের দূরত্ব ৭০ হাজার যোজন বা ৫,৬০,০০০ মাইল ।পাতাল থেকে ৩০ হাজার যোজন অর্থাৎ ২,৪০,০০০ মাইল নিচে অনন্ত ধাম । পৃথিবী থেকে নরক গ্রহের দূরত্ব ৭ লক্ষ ৯২ হাজার মাইল ।
No comments:
Post a Comment