Monday 31 July 2017

শ্রাবণ মাস ও শিব পূজা

              শ্রাবন মাসের নাম এসেছে শ্রবনা নক্ষত্র থেকে, একমাত্র এই মাসেই পুর্ণিমার অস্ত হয় শ্রবণা নক্ষত্রে। এইমাস বিভিন্ন ধর্মকৃত্যের জন্য প্রসিদ্ধ। যে কোন শুভকার্য প্রারম্ভের জন্যে এই মাস শুদ্ধ। এই মাসে প্রতি সোমবার শ্রাবণী সোমবার হিসেবে পালন করা হয়। ফুল-বেলপাতা, গঙ্গাজল,দুধ দিয়ে শিব পূজা করা হয়ে থাকে। অনেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত উপবাস করে সন্ধ্যের পর শিবপূজা করে থাকেন।
শ্রাবণ মাসে শিব পূজার মাহাত্ম্য সম্বন্ধে অনেক মত আছে তার মধ্যে কিছু এখানে তুলে ধরার কিছু ক্ষুদ্র প্রয়াস করছি...
পুরাণে বর্ণিত ঘটনাবলীর মধ্যে ‘সমুদ্র-মন্থন’ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কথিত ‘সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসেই হয়েছিল। সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যে মহাদেব স্বয়ং সেই বিষ কে নিজ কণ্ঠে ধারণ করে ছিলেন, এবং তার প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে উঠে। সেই জন্যে মহাদেবের আরেক নাম ‘নীলকণ্ঠ’। সেই বিশের প্রভাব এমন ছিল যে স্বর্গের সকল দেবতা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন সেই বিষের জ্বালা কমানোর জন্যে। এই দুই ঘঠনাই ঘঠে  ছিল এই শ্রাবণ মাসে। সেই জন্যেই এই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদানকে অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
আবার আরেক মতে সতীর দেহত্যাগের পরে আবার জন্ম নেন দেবী পার্বতী রূপে এবং শিব কে স্বামীরূপে পাবার জন্যে কঠোর সাধনা শুরু করেন। দীর্ঘ সাধনার পরে শিব সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করতে সম্মতি প্রদান করেন এবং কথিত যে এই শ্রাবণ মাসেই শিব-পার্বতীর পুনর্মিলন হয়। সেই জন্যে শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অনেক মহত্ব পূর্ণ।
আবার আরেক মতে এই শ্রাবণ মাসেই শিব মর্ত্যে উনার শ্বশুর বাড়িতে আসেন, যেখানে তাকে অত্যন্ত ভক্তি ও ভালবাসার সহিত আপ্যায়ন করা হয়ে থাকে ও তাঁকে সন্তুষ্টি করার জন্যে অনেক  চেষ্টা করা হয়। তাঁকে পঞ্চামৃত    ( দুধ, দই,ঘি, মধু ও কুশদোক ) দ্বারা অভিষেক করা হয়ে থাকে। যে হেতু শিবের স্বশুর বাড়ি মর্ত্যে এবং এই শ্রাবণ মাসে শিব মর্ত্যে আগমন করেন সেই হেতু এইমাসেই শিব তাঁর ভক্তদের অনেক কাছে চলে আসেন। অল্পে সন্তুষ্ট শিব ঠাকুর তাঁর ভক্তদের সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ স্বরূপ প্রদান করেন।সেই জন্যে মর্ত্য বাসীদের কাছে শ্রাবণ মাস অনেক গুরুত্ব পূর্ণ।

আবার কারো কারো মতে মহাযোগী শিব এইমাসেই যোগীন্দ্র হয়ে থাকেন, সেইজন্যে শ্রাবণ মাস শিবের ও শিব ভক্তদের অনেক প্রিয় ও মাহত্ম্য পূর্ণ। 


কৌশিকী অমাবস্যা

  ছবি  কৃতজ্ঞতাঃ- গুগল চিত্র পুরাণমতে, কৌশিকী অমাবস্যার শুভতিথিতে পরাক্রমশালী শুভ-নিশুম্ভ অসুর দুই ভাইকে বধ করার সময়েই দেবী পার্বতীর দেহের ...