Saturday, 14 August 2021

তিলভান্ডেশ্বর শিব

 তিলভান্ডেশ্বর শিব

সঙ্কলকঃ- শ্রী দেবাশীষ চক্রবর্ত্তী


আজ আপনাদের কে শোনাবো তিলভান্ডেশ্বর শিবের বর্ণনা । আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্যে আমার এই সামান্য প্রয়াস। মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। 

  আমরা সকলেই জানি বারাণসীর প্রতিটি স্থানে মিশে আছে শিবের অস্তিত্ব, কারণ সে যে শিবের আপন নগর। এখানে ভৈরবের মন্দির, কাশী বিশ্বনাথের মন্দির ছাড়াও আরেকটি বিখ্যাত মন্দির আছে যা আমরা তিলভান্ডেশ্বর মন্দির হিসেবে জানি। কথিত এই মন্দিরের শিবলিঙ্গ আপনা আপনি প্রকট হয়েছিলেন।  কিংবদন্তী অনুসারে প্রত্যেক মকর সংক্রান্তিতে এই শিবলিঙ্গ এক তিল করে আকারে বৃদ্ধি হয়। সত্যযুগ থেকে আজ পর্যন্ত এই শিবলিঙ্গ প্রত্যেক বছর ধরে এক তিল করে বৃদ্ধি হয়ে আসছেন। শিবপুরাণেও এই শিবলিঙ্গের বর্ণনা আছে।  বারাণসীর এই মন্দিরটি আনুমানিক ২৫০০ বছর আগে (১৮শ শতাব্দীতে) তৈরী করা হয়।  বারাণসীতে  ভেলুপুর বাঙ্গালী টোলাতে এই মন্দিরটি অবস্থিত। 

            

অলৌকিক বিষয় হল এই শিবলিঙ্গ প্রতি বছর এক তিল করে বৃদ্ধি পাচ্ছেন। সেই জন্যে উনার নাম হয় তিলভান্ডেশ্বর। আবার অন্যমতে যেখানে এই মন্দিরটি আছে  সেই জায়গায় একসময় তিলচাষ করা হতো, তিলচাষের জমি ছিলো। একদিন তিলচাষীরা সেই জমিতে এই শিবলিঙ্গকে মাটি থেকে বেরিয়ে আসতে দেখেন এবং সেই থেকে প্রতি বছর এই শিবলিঙ্গ এক তিল পরিমান বৃদ্ধিলাভ করতে থাকেন। সেই অঞ্চলের মানূষেরা এই শিবলিঙ্গের মাথায় তিল অর্পন করে পূজা করতো সেই থেকেও এই শিবের নাম হয় তিলভান্ডেশ্বর। সেই শিবলিঙ্গ প্রতিবছর বৃদ্ধি হয়ে আজ এক বিশাল শিবলিঙ্গে পরিণত হয়েছেন।বর্তমানে এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় সাড়ে তিন ফিট আর ব্যাস প্রায় তিন ফিট। এখানে শিব সাক্ষাৎ বিরাজমান। 

 এই শিবলিঙ্গ সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। মোঘল আমলে এই মন্দিরের উপর অনেক বার আক্রমণ করা হয়েছিল কিন্তু প্রতিবারেই তা ধ্বংস করতে বিফল হয়, অলৌকিক কারনে প্রতিবারই মোঘল সেনারা ফিরে যেতে বাধ্য হয়। ব্রিটিশ শাসন কালেও এই মন্দিরের উপর ব্রিটিশেরা চড়াও হয়েছিল। কথিত আছে একবার এই শিবলিঙ্গকে ব্রিটিশেরা পরীক্ষার জন্যে দড়ি দিয়ে বেধে রেখে ছিলেন কিন্তু আশ্চর্য ভাবে পরদিন্ যখন মন্দির খোলা হয় তখন দড়ি গুলো ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।               

         এই মন্দিরে শিবলিঙ্গের উপর ফুল, বেলপাতা জল ছাড়াও তিল অর্পন করা হয়। তিল অর্পন করা হয় বলে এই মন্দিরে পূজা দিলে  শনির প্রকোপ থেকেও মুক্তি লাভ হয় বলে বিশ্বাস। এই শিবলিঙ্গের আরাধনার ফলে জীবনের তিলমাত্র পাপ অবশিষ্ট থাকে না।

হর হর মহাদেব

  • ছবি সৌজন্যেঃ গুগোল 
  • Picture curtsy: Google image


No comments:

Post a Comment

কৌশিকী অমাবস্যা

  ছবি  কৃতজ্ঞতাঃ- গুগল চিত্র পুরাণমতে, কৌশিকী অমাবস্যার শুভতিথিতে পরাক্রমশালী শুভ-নিশুম্ভ অসুর দুই ভাইকে বধ করার সময়েই দেবী পার্বতীর দেহের ...