Friday, 16 December 2022

বিশালাক্ষী দেবী

 

প্রসঙ্গঃ-বিশালাক্ষী দেবী
বিশালাক্ষী দেবী মহামায়া সতীর অপর এক রূপ। গ্রাম বাংলায়ও বিশালাক্ষী দেবীর বহুল জনপ্রিয়তা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে এই বিশালাক্ষী দেবীর মন্দির রয়েছে।বিশালাক্ষী দেবীর প্রধান মন্দির ভারতের বারাণসী শহরের বিশ্বনাথ মন্দিরের পশ্চাদে মীরঘাটে অবস্থিত। পুরাণ মতে, ৫১ শক্তিপীঠের অন্যতম হল এই বারাণসীর বিশালাক্ষী দেবীর মন্দির।
বাংলার কৃষিজীবী, জলজীবী ও বনজীবী লোকসমাজ তথা সুন্দরবন এলাকাকে বিশালাক্ষী দেবীর অনেক মহিমা রয়েছে। বিশেষত, কৃষক, জেলে, মৌয়ালি-বাওয়ালি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দেবীর আরাধনা করেন। কথায় বলে, সুন্দরবনের জঙ্গলমহল যতদূর ছড়িয়ে রয়েছে, এই বিশালাক্ষী দেবীর পুজোর ক্ষেত্রে ততদূর ছড়িয়ে রয়েছে।
কথিত আছে যে, দেবাদিদেব শিব যখন দেবী সতীর দেহ কাঁধে করে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন মহাদেবকে শান্ত করতে বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। লোকমুখে প্রচলিত আছে, সেই সময় নাকি দেবীর ছিন্ন ভিন্ন দেহের থেকে দেবীর কর্ণ ও কুণ্ডল এই অঞ্চলে পতিত হয়েছিল। তাই বিশালাক্ষী দেবী এখানে মণিকর্ণি নামে পরিচিত।অনেকে আবার মনে করেন এই কর্ণকুণ্ডল শুধুমাত্র অলংকার, এটি দেহের অংশ একেবারেই নয়। তাই এই মন্দিরকে উপপীঠ বলা যেতেও পারে।আবার অনেকের মতে, এই স্থানে দেবীর তিনটি নয়ন বা চোখের একটি পতিত হয়েছিল। মহামায়া দিব্যচক্ষু দিয়ে সমগ্র বিশ্ব দেখতে পান। তাই এখানে এই দেবী বিশালাক্ষী দেবী নামে পরিচিত।
বিশালাক্ষী মায়ের ধ্যান-
ধ্যায়েদ্দেবীং বিশালাক্ষীং তপ্তজাম্বুনদপ্রভাম্।
দ্বিভুজামম্বিকাং চণ্ডীং খড়গখেটকধারিণীম্।।
নানালংকারসুভগাং রক্তাম্বরধরাং শুভাম্।
সদা ষোড়শবর্ষীয়াং প্রসন্নাস্যাং ত্রিলোচনাম্ ।।
মুণ্ডমালাবলীরম্যাং পীনোন্নতপয়োধরাম্ ।
শবোপরি মহাদেবীং জটামুকুটমণ্ডিতাম্।।
শত্রুক্ষয়করাং দেবীং সাধকভীষ্টদায়িকাম্ ।
সর্বসৌভাগ্যজননীং মহাসম্পদপ্রদাং স্মরেৎ ।।
----তন্ত্রসার
অনুবাদ - মায়ের গাত্র বর্ণ তপ্তকাঞ্চনের মতো, দ্বিভুজায় তিনি খড়গ ও ঢাল ধারণ করে আছেন, মায়ের গাত্রদেশে নানা অলঙ্কার শোভা পাচ্ছে, পরিধানে রক্তবস্ত্র , তিনি সদা সর্বদাই ১৬ বছরের যুবতী থাকেন, তার অনন প্রসন্নতা যুক্ত, তার তিনটি চোখ, তার স্তনযুগল স্থূল ও উন্নত, তার গলায় মুণ্ডমালা সুশোভীত,তিনি শবরূপ শিবের উপর আসিনা, তার মস্তকে জটা ও কিরীট শোভা পাচ্ছে, ইনি সর্বদা সাধকের শত্রুনাশিনী তথা অভীষ্ট বর প্রদান কারিনী, তিনি সব প্রকারের সৌভাগ্যের অধিশ্বরী ও মহাসম্পদ প্রদান কারিনী।

No comments:

Post a Comment

কৌশিকী অমাবস্যা

  ছবি  কৃতজ্ঞতাঃ- গুগল চিত্র পুরাণমতে, কৌশিকী অমাবস্যার শুভতিথিতে পরাক্রমশালী শুভ-নিশুম্ভ অসুর দুই ভাইকে বধ করার সময়েই দেবী পার্বতীর দেহের ...